ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

রাষ্ট্রদ্রোহ মামলা আইনিভাবে মোকাবেলা করবেন খালেদা

প্রকাশিত: ০৯:১৩ এএম, ২৭ জানুয়ারি ২০১৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাষ্ট্রদ্রোহ মামলাটি আইনগতভাবে মোকাবেলা করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। বুধবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতির নিজ কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, খালেদার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। খালেদা সমন গ্রহন করেননি কিন্তুএ বিষয়ে জ্ঞাত আছেন।
তাই রাষ্ট্রদ্রোহ মামলা মোকাবেলা করার জন্য যত ধরনের আইনি পদক্ষেপ রয়েছে তা গ্রহণ করা হবে।   

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব বলেন, আদালতের সমন দেয়ার উদ্দেশ্য তার বিরুদ্ধে মামলা হয়েছে তা অবগত করা। সমন যে ঝুলিয়ে জারি করা হয়েছে এ বিধান কি আছে ? কেউ এটি গ্রহণ করতে না চাইলে আটকে দেয়ার বিধান আছে বলে প্রশ্ন তোলেন মাহবুব।  

এর আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় আগামী ৩ মার্চে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন ঢাকার (সিএমএম কোর্ট) আদালত।

এদিকে মুক্তিযুদ্ধে শহীদদের সঠিক সংখ্যা নিয়ে কটূক্তি করায় গত ২৫ জানুয়ারি সোমবার সিএমএম আদালতে মামলাটি দায়ের করেন সুপ্রিকোর্টের আইনজীবী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আইনজীবী ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদারের আদালত বিষয়টির ওপর শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

শুনানিতে বাদিপক্ষ খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান। বাদিপক্ষে আদালতে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুনসহ আরো অন্যান্যরা।

এফএইচ/এসকেডি/জেএইচ/এমএস

আরও পড়ুন