খুন-গুম করে পুলিশের মাধ্যমে টিকে আছে সরকার
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এ সরকার মিথ্যার উপর টিকে আছে, গুম-খুন দিয়ে পুলিশের মাধ্যমে টিকে আছে। সোমবার রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে কৃষক দলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন খালেদা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে পেটানোর সময় এক পুলিশ কর্মকর্তা বলেছিলেন, ‘মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ।’ কথাটি উদ্ধৃত করে খালেদা জিয়া বলেন, বাহ! চমৎকার।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সরকারের আমলে কৃষিসহ অন্যান্য শিল্পে যে সমস্ত উদ্যোগ নেয়া হয়েছিল সেগুলো স্মরণ করে খালেদা জিয়া তার স্বামীর অসমাপ্ত কাজ শেষ করতে কৃষক দলের নেতাদের ঐক্যবদ্ধ হতে বলেন।
খালেদা জিয়া বলেছেন, পুলিশকে ব্যবহার করে বর্তমান সরকার টিকে আছে। এই সরকারের কোনো গণভিত্তি নেই। জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জাতীয় সংসদে জনগণের সমস্যা নিয়ে কোনো আলোচনা হয় না।
বিএনপির চেয়ারপারসন বলেন, ‘পুলিশ নিজেদের দেশের রাজা বলে। কৃষক কেন নিজেদের রাজা বলতে পারবে না? তারাই তো উৎপাদন করে দেশের মানুষকে খাওয়ান।’
সরকারের উদ্দেশে বেগম জিয়া বলেন, ‘আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা মিথ্যা কথা। অর্ধেক খাদ্য বিদেশ থেকে আমদানি করে কি স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়? আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ নই।’
সত্যিকারের কৃষকদের নিয়ে সব পর্যায়ে কৃষক দল গঠন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
কৃষক দলের সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ।
এমএম/বিএ