ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

এলডিপির এক অংশের বিরুদ্ধে আরেক অংশের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:২৭ এএম, ০৮ জুন ২০২২

শাহাদাত হোসেন সেলিম নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অপপ্রচার করছেন বলে অভিযোগ করেছেন অলি আহমদ বীরবিক্রম নেতৃত্বাধীন এলডিপি।

মঙ্গলবার (৭ জুন) সকালে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এলডিপি অলি অংশের প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এলডিপি-র বর্তমান অবস্থা, সুনাম ও অগ্রযাত্রা ব্যাহত করার লক্ষ্যে কতিপয় ষড়যন্ত্রকারী অপপ্রয়াসে লিপ্ত হয়ে দলটির নামে সামাজিক যোগাযোগ ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালায়।। শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী ও মো. আব্দুল গনি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করেন। কতিপয় কুচক্রী মহলের সঙ্গে শাহাদাত হোসেন সেলিম এবং দলের অন্যতম সাবেক যুগ্ম মহাসচিব তমিজ উদ্দিন টিটু ও তার সঙ্গী ফয়সালসহ যোগসাজশে আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে পার্টির প্যাডে সনদ প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে। এধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনার এলডিপি নাম ব্যবহার করে একটি কমিটি তৈরি করে।

তিনি বলেন, ওই কমিটিতে শাহাদাত হোসেন সেলিম নিজেকে মহাসচিব উল্লেখ করে বিভিন্ন অপরাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হন। তারা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটি নিবন্ধিত ও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের গঠনতন্ত্র পরিপন্থি ও বেআইনি কাজ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এতে এলডিপির সুনাম ও ভাবমূর্তি চরমভাবে ক্ষতি হয়েছে।

‘ষড়যন্ত্রকারী শাহাদাত হোসেন সেলিম কর্তৃক এলডিপির নামে যে কোনো কর্মকাণ্ড পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এলডিপির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের অবৈধ কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি। সেই সঙ্গে এই দুষ্কৃতিকারীদের এলডিপির নেতা পরিচয় দিয়ে গণমাধ্যমে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানাই।

শাহাদাত হোসেন সেলিমসহ অভিযুক্তদের বিএনপি পৃষ্ঠপোষকতা দিচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি পৃষ্ঠপোষকতা করেছে। আমাদের মহাসচিব বিষয়টি বিএনপি মহাসচিবকে বলার পর বিএনপি এখন তাদের পৃষ্ঠপোষকতা করেছে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, ড. নেয়ামুল বশির, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, অভিযোগের বিষয়ে জানাতে চাইলে শাহাদাত হোসেন সেলিম জাগো নিউজকে বলেন, কোনো রাজনৈতিক দল কারও পৈত্রিক সম্পত্তি নয়। বাংলাদেশ একনামে অনেক রাজনৈতিক দল রয়েছে। এলডিপি আমার ঘাম রক্তের ওপর দিয়ে তৈরি। আমি অলি আহমেদের এ অভিযোগের বিষয়ে শিগগিরই সংবাদ সম্মেলন করবো।

কেএইচ/আরএডি