ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আওয়ামী লীগ নেতা আজিজের দাফন সম্পন্ন

প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৩ জানুয়ারি ২০১৬

ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের মরদেহ দাফন করা হয়েছে। শনিবার বাদ এশা আলিয়া মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।

এর আগে বাদ মাগরিব ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকেন, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস ও হাজী সেলিম, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, যুব লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এম এ আজিজ শনিবার বেলা ১টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজিজ ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আট বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০০৩ সালে সম্মেলনে সাবেক মেয়র মোহাম্মদ হানিফ ঢাকা মহানগরের সভাপতি নির্বাচিত হলে ওই কমিটিতে সহ-সভাপতি হন আজিজ। ২০০৭ সালে হানিফ মারা যাওয়ার পর আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়। এরপর থেকে তিনি এই দায়িত্বেই ছিলেন। ২০১২ সালে কাউন্সিল হলেও নতুন কমিটি গঠিত না হওয়ায় আজিজ আগের মতোই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করে আসছিলেন।

আশির দশকে মোজাফফর হোসেন পল্টুর নেতৃত্বাধীন মহানগর আওয়ামী লীগের কমিটিতে আজিজ ছিলেন সাধারণ সম্পাদক। তিনি এর পরের কমিটিতে সহ-সভাপতি হন।

এএসএস/একে/আরআইপি