ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জাপা শক্তিশালী হলে সরকার লাভবান হবে

প্রকাশিত: ১১:১২ এএম, ২৩ জানুয়ারি ২০১৬

জাতীয় পার্টি শক্তিশালী হলে সরকার লাভবান হবে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার দলের বনানী কার্যালয়ের নেতা-কর্মীদের সঙ্গে এক অনির্ধারিত সভায় এ কথা বলেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় জাতীয় পার্টি।

এ সময় এরশাদ বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করা হলে সংসদ আরো কার্যকর হবে এবং সরকারও লাভবান হবে। জাতীয় পার্টির রাজনীতিকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে।

তিনি বলেন, ‘দলের প্রয়োজনেই আমি কো-চেয়ারম্যান নিয়োগ এবং মহাসচিব পদে পরিবর্তন এনেছি। এই পরিবর্তনে সারা দেশে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দল আবার জেগে উঠেছে। আমরা পার্টিকে এবার আরো সুসংগঠিত করতে পারব। আমরা অবশ্যই এই সংসদের বিরোধী দল। আশা করি, আমাদের সংসদ সদস্যরা সংসদে এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় এরশাদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার বিশেষ দূত করে আমাকে সম্মানিত করেছেন। তার সাথে আলাপ-আলোচনা না করে এই পদ ছেড়ে দিয়ে তাকে অসম্মানিত করতে পারি না। অবশ্যই এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

সভায় দলের নতুন কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন।

এসএইচএস/আরআইপি