ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

‘ছাত্রলীগ কাপুরুষোচিতভাবে ছাত্রীদের ওপর হামলা চালিয়েছে’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ৩১ মে ২০২২

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নেতারা।

ডাকসুর নেতারা বলেছেন, ‘ছাত্রলীগের নেতারা কাপুরুষোচিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপরও হামলা চালিয়েছে। পাকিস্তান আমলেও রাজপথে নারী শিক্ষার্থীদের ওপর এমন হামলার ঘটনা ঘটেনি।’

মঙ্গলবার (৩১ মে) জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষা বাঁচাও, শিক্ষাঙ্গণ বাঁচাও’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি ও প্রতিবাদ জানানো হয়। ‘ডাকসুর সাবেক নেতৃবৃন্দ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ডাকসুর সাবেক ভিপি আ স ম আব্দুর রব ও মাহমুদুর রহমান মান্না।

লিখিত বক্তব্যে আ স ম আব্দুর রব বলেন, ‘ক্ষমতাসীনরা ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে দেশকে মেধাহীন করার সব ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে। সরকারি দলের ছাত্র সংগঠন সন্ত্রাসী বাহিনীতে পরিণত হয়েছে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা কাপুরুষোচিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ওপরও হামলা চালিয়েছে। পাকিস্তান আমলেও নারী শিক্ষার্থীদের ওপর রাজপথে এমন হামলার ঘটনা ঘটেনি। ভিডিও সংবাদ প্রচারিত হলেও বিশ্ববিদ্যালয প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহন করেনি।’

এসময় তারা এসব দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যদেরমধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভিপি আমানউল্লাহ আমান, জিএস খায়রুল কবির খোকন, এজিএস নাজিমউদ্দিন আলম প্রমুখ।

এইচএআর/এএএইচ/এমএস