ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সিঙ্গাপুর ফেরতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই ব্যবস্থা

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ২২ জানুয়ারি ২০১৬

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সিঙ্গাপুর সরকার জঙ্গি মদদের অভিযোগে যে ২৬ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে সরকার তাদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন। তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে তাদের আইনের আওতায় শাস্তি দেয়া হবে। শুক্রবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, বিএনপি রাজনীতিতে দেউলিয়া হয়ে পাগলের প্রলাপ বকছে। একজন সাবেক বিচারপতিকে তারা গ্রেফতারের দাবি জানাচ্ছেন। এই সমস্ত বক্তব্য প্রমাণ করে বিএনপি এখন রাজনীতিতে দেউলিয়ায় হয়েছে। দেউলিয়াপনা রাজনীতি থেকেই বিএনপি এই ধরনের দাবি তুলছেন।

এ সময় আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এসএস/পিআর