ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কূটনীতিকদের কাছে নির্বাচনে অনিয়মের তথ্য দিল বিএনপি

প্রকাশিত: ০২:১৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে সিটি কর্পোরেশন ও সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে অনিয়মের চিত্র তুলে ধরেছে বিএনপি। এছাড়া কূটনীতিকদের কাছে নির্বাচনে অনিয়ম-কারচুপির ডকুমেন্টসহ সিডি হস্তান্তর করেন বিএনপির নেতারা।

দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের এসব তথ্য জানান। এর আগে বুধবার বিকেল ৪টা ১০ মিনিট সাড়ে ৫টায় পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন তারা।

রিপন বলেন, “বৈঠকে কূটনীতিকদের আমরা বলেছি, এই সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। বিগত তিন সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনে তা আবারো প্রমাণিত হয়েছে।”

কূটনীতিকরা কোনো কমেন্টস করেছেন কি-না, জানতে চাইলে তিনি বলেন, প্রথাগতভাবে বিদেশি কূটনীতিকরা কোনো কমেন্টস করেন না। তবে কারচুপি-অনিয়মের বিষয়ে আমাদের অভিযোগ তুলে ধরেছি।

এছাড়া সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ড. রিপন।

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, স্পেন, ডেনমার্ক, জাপান, তুরস্ক, সুইডেন, কুয়েতসহ  ঢাকায় নিযুক্ত ১৪টি দেশের কূটনীতিকরা অংশ নেন। এছাড়া ইউএনডিপির আবাসিক প্রতিনিধিও বৈঠকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, ইনাম আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।

এমএম/আরএস/আরআইপি