ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সরকারের মধ্যে কোন্দল শুরু হয়েছে

প্রকাশিত: ০২:০২ পিএম, ২০ জানুয়ারি ২০১৬

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী সরকারের বৈধতা নেই। অনৈতিকভাবে ক্ষমতায় থাকায় সরকারের মধ্যে কোন্দল শুরু হয়েছে। বুধবার সন্ধায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও এম কে আনোয়ারসহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাসার। পরিচালনা করেন খিলগাঁও থানা বিএনপির সভাপতি ইউনুছ মৃধা ও  বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

ফখরুল বলেন, প্রধান বিচারপতির বক্তব্য অনুযায়ী সরকারের বৈধতা নেই। বেআইনি হওয়ায় এখন নিজেদের মধ্যে কোন্দল শুরু হয়ে গেছে। দুর্নীতিকে বৈধতা দিচ্ছে। প্রতিদিন পদ্মা সেতুর ব্যয় বাড়ছে। মৌচাক ফ্লাই ওভারে ১২ শ’কোটি টাকা ব্যয় বাড়িয়েছে। এসব বাড়ানো অর্থ সরকার লুটপাট করছে। সকল দুর্নীতির বৈধতা দিচ্ছে সরকার।

ঢাকা মহানগর নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, আন্দোলন হলেও আমরা সফল হতে পারছি না। তাই বিভেদ ভুলে  সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। নগরীর নেতাকর্মী যারা গুম-খুন ও মামলার শিকার হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে।  

দেশে আইনের শাসন নেই উল্লেখ্য করে ফখরুল বলেন, আমাদের নেত্রী সংলাপের আহ্বান জানিয়েছেন কিন্তু তারা আলোচনা চায় না। কেননা তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়লাভ করতে পারবে না।

প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জিয়াউর রহমানের সমাধি সরানোর প্রসঙ্গে বলেন, পূর্তমন্ত্রী বলছেন আইউব খানের পরিকল্পনা অনুযায়ী কাজ হবে। আইউব খানের প্রতি এতো শ্রদ্ধা। ভাবতে ভালোই লাগে।

তিনি আরো বলেন, জিয়াউর রহমানের জানাজায় লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছিলো। তার কবরে হাত দিতে গেলে লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে ফেটে পড়বে। কাউকে দাওয়াত দেয়া লাগবে না। সরকারের উচিত বুঝে শুনে কবরে হাত দেয়া।

চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন বলেন, গণমাধ্যম যা-ই প্রকাশ করুক না কেন তারেক রহমান ভবিষ্যতে নেতৃত্ব দেবেন আমরা এটা বিশ্বাস করি। আমরা ধানের শীষের সমর্থক। শহীদ জিয়ার সৈনিক।

সমাবেশে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মুনির হোসেন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, ছাত্রদলের সহ সভাপতি এজমল হোসেন পাইলট প্রমুখ বক্তৃতা করেন।

এমএম/এসএইচএস/এএইচ/আরআইপি