ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

জিএম কাদের ও রুহুল আমিনকে দায়িত্ব বুঝিয়ে দিলেন এরশাদ

প্রকাশিত: ০৮:৪৮ এএম, ২০ জানুয়ারি ২০১৬

বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সদ্য নিযোগ প্রাপ্ত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে তাদের স্ব স্ব দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এরশাদ তাদেরকে এ দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় তিনি আবারও বলেন জাতীয় পার্টিতে তার কথাই শেষ কথা।

এরশাদ বলেন, বাবলুকে আমি ভালোবাসতাম, তাকে এনে আমার দলের মহসচিব বানিয়েছি। কিন্তু সে এ পদের যোগ্য ছিল না।
সে গত দুই বছরের মত সময়ের মধ্যে একটি সম্মেলনও নিজে নিজে করতে পারেনি। সবকটিতেই আমাকে যেতে হয়েছে।

রওশন প্রসঙ্গে তিনি বলেন, আমি চেয়েছিলাম রওশন দলটির দায়িত্বে আসুক। কিন্তু তার বয়স হয়েছে, সে কিছুটা অসুস্থ। এ মুহূর্তে এ দায়িত্ব পালন করতে পারবে না।  তিনি সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করুক। তার সাথে আমার কোনো বিরোধ নেই।

এএম/এআরএস/পিআর