ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে সিপিবি

প্রকাশিত: ০১:১৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৬

সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ন্ত্রিত ও লাগামহীনভাবে বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও আবু জাফর আহমেদ বলেন, “আইয়ুব খানের আমলে হামিদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টে যেভাবে শিক্ষাকে সংকুচিত করা ও তা ধনীদের মধ্যে সীমাবদ্ধ রাখার নীতি প্রণয়ন করা হয়েছিল বর্তমানে ঠিক একই আদলেই শিক্ষা ব্যবস্থাকে পরিচালিত করা হচ্ছে। অথচ দেশের সংবিধানে বলা হয়েছে যে জনগণের জন্য অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানসহ শিক্ষার নিশ্চয়তা প্রদান করা হলো রাষ্ট্রের দায়িত্ব।”

তারা বলেন, শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। এর ফলশ্রুতিতে শিক্ষার ব্যয়ভার শিক্ষার্থীদের ও তাদের অভিভাবকদের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। শিক্ষাজীবন অব্যাহত রাখার জন্য তাদেরকে এখন একলাফে ডাবল অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। ফলে অনেকের জন্যই শিক্ষাজীবন অব্যাহত রাখা অসম্ভব হয়ে উঠবে।

বিবৃতিতে আরো বলেন, শিক্ষার ব্যয়ভার শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর চাপিয়ে দেয়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ করা ও তার ফলে সুকৌশলে শিক্ষা-সংকোচন নীতি কার্যকর করার সরকারি পদক্ষেপ মেনে নেয়া হবে না। এসবের বিরুদ্ধে ও সকল নাগরিকের জন্য স্বার্বজনীন একধারার শিক্ষা নিশ্চিত করার দাবিতে সুতীব্র সংগ্রাম গড়ে তুলতে হবে।

সেই সংগ্রামে সামিল হওয়ার জন্য অভিভাবকবৃন্দসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

এএম/আরএস/এমএস