ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে সরকার: রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৮ মার্চ ২০২২

আওয়ামী লীগ সরকার ব্যবসায়ী সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, ‘মুদ্রাস্ফীতি নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে। এ অবৈধ, অসৎ ও দুর্নীতিবাজ সরকার ক্ষমতা থেকে না গেলে দেশে শান্তি ফিরবে না।’

শুক্রবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তিন দফা দাবিতে যুবঅধিকার পরিষদের সমাবেশে তিনি এসব কথা বলেন।

রেজা কিবরিয়া বলেন, ‘আওয়ামী লীগ সরকার মিথ্যার আশ্রয়ে টিকে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য তারা বিরোধী নেতাদের দোষ দিচ্ছে। এর আগে ডেঙ্গু ও করোনার ক্ষেত্রেও তারা একই কথা বলেছিল। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই।’

যুবঅধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ বলেন, বর্তমান সরকারের এমপি-মন্ত্রীরা কালো গ্লাসের গাড়িতে করে ঘুরে বেড়ান। এসির বাতাসের নিচে থেকে তারা সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা বোঝেন না। তারা জনগণের পকেট কেটে এবং ধান্দার টাকায় ভালো আছেন।

এসময় তিনি রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে আনতে ও মিথ্যা মামলায় গ্রেফতার আলেম-ওলামাদের রমজান মাসের আগে মুক্তি দিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন গণঅধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আতাউল্লাহ, আবু হানিফ, যুবঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে যুবঅধিকার পরিষদের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় ও কাকরাইল হয়ে বিজয়নগর পানির ট্যাংকির মোড়ে এসে শেষ হয়।

এএএম/এমপি/এএএইচ/এএসএম