ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদার বিচার ও জঙ্গিগোষ্ঠী ধ্বংস এ মুহূর্তের চ্যালেঞ্জ : ইনু

প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১২ জানুয়ারি ২০১৬

মানুষ পোড়ানোর জন্য বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়ার বিচার করা এবং জঙ্গিগোষ্ঠীর যেসব ছিটে ফোটা ঘাটি আছে তা ধ্বংস করা এ মুহূর্তে চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) আয়োজিত শেখ হাসিনার নেতৃত্বধীন ১৪ দলীয় জোট সরকারের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে `গণতন্ত্র ও উন্নয়ন` শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

উন্নয়নের ধারাকে রক্ষা করতে বর্তমান সরকার সক্ষম উল্লেখ করে ইনু বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগুন যুদ্ধ ও জঙ্গি তান্ডব প্রতিহত করে শেখ হাসিনা সরকার উন্নয়নের ধারা অব্যহত রেখেছেন।

উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে শেখ হাসিনা সরকার আরো কয়েকবার ক্ষমতায় থাকা জরুরি বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ বড়ূয়ার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ  কামালসহ বাংলাদেশের সাম্যবাদী দলের নেতাকর্মীরা।

এএস/আরএস/পিআর