ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ইসি গঠন নিয়ে বিএনপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে: কামরুল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:২১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপি ও তাদের বুদ্ধিজীবীরা দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।

তিনি বলেন, যে কমিশন সার্চ কমিটির মাধ্যমে গঠন হবে, হয়তো বিএনপি কিংবা তথাকথিত বুদ্ধিজীবীদের কাছে তা গ্রহণযোগ্য হবে না। তবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। এর মাধ্যমে আগামীতে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে ভাষাসৈনিক পেয়ারু সরদার ফাউন্ডেশন আয়োজিত ‘প্রথম শহীদ মিনার ও পেয়ারু সরদার’ শীর্ষক আলোচনাসভা ও সম্মাননা স্মারক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়ন দেখে বিশ্বের মানুষ আমাদের সমীহ করে, সম্মানের চোখে দেখে। ঠিক তখন আমাদের পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে একদল। তারা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে।

সাবেক এ মন্ত্রী বলেন, বিএনপির আমলে দেশের ইতিহাস বিকৃতি করা হয়েছিল। আমরা সঠিক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে চাই। ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের বীজ বপন করেছিলাম। ভাষা আন্দোলন হলো মুক্তিযুদ্ধের সূতিকাগার। আমরা জাতির জনকের গড়া সেই মুক্তিযুদ্ধের চেতনা লালন করে সত্যিকার ইতিহাস নিয়ে এগিয়ে যাবো।

আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বক্তব্য দেন। এছাড়া বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও বুদ্ধিজীবীসহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

এমআইএস/আরএডি/এমএএইচ/এএসএম