দুপুরে করোনা টিকার বুস্টার ডোজ নেবেন খালেদা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ করোনাভাইরাস প্রতিরোধী টিকার তৃতীয় তথা বুস্টার ডোজ নেবেন।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় তথা বুস্টার ডোজ নেওয়ার কথা রয়েছে সাবেক এ প্রধানমন্ত্রীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বছরের ১৯ জুলাই মডার্নার তৈরি করোনা টিকার প্রথম ডোজ নেন খালেদা জিয়া। এর একমাস পর ১৮ আগস্ট নেন টিকার দ্বিতীয় ডোজ।
গত বছরের ১১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এর ১৬ দিন পর ২৭ এপ্রিল থেকে পোস্ট কোভিড জটিলতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
কেএইচ/এমকেআর/এএসএম
সর্বশেষ - রাজনীতি
- ১ আওয়ামী মন্ত্রী-এমপিদের পালাতে সহযোগিতা করেছে কারা
- ২ বিজয় দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান
- ৩ বাংলাদেশি ৭৯ জেলেকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ
- ৪ ইসলামের আলোকে কল্যাণরাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে
- ৫ ভারতের দরদ হিন্দুদের জন্য নয়, শেখ হাসিনার জন্য: প্রিন্স