ঢাবি কর্তৃপক্ষের অনুমোদন নিয়েই মেট্রোরেল হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের অনুমোদন নিয়ে মেট্রোরেলের রুট নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার ডেইলি স্টার ভবনের `পদ্মা ব্রিজ, নিউ লাইফ লাইন অব ডেভলপমেন্ট` শীর্ষক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আগামী ভাষার মাসে (ফেব্রুয়ারি) রাজধানীতে মেট্রোরেলের কাজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবে বলে জানান মন্ত্রী।
এসময় মেট্রোরেলের রুট সরানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোনের কঠোর সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলের রুট সরানোর দাবিতে হঠাৎ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী মানববন্ধন করছে। মেট্রোরেলের কারণে যাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো শব্দ হবে না বলে নিশ্চিত করা হয়েছে। তাছাড়া চার বছর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের অনুমোদনও দিয়েছে।
মন্ত্রী আরও বলেন, চার বছর কোনো আন্দোলন, মানববন্ধন দেখিনি। হঠাৎ করে এখন কেন মানববন্ধন? জানি না তারা কেন এ আন্দোলন করছে। এসময় গণমাধ্যমের সাহায্য চেয়ে মন্ত্রী এসব আন্দোলনের বিষয়ে আপনাদের এগিয়ে আসতে হবে।
ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার ও স্ট্রিল তৈরির প্রতিষ্ঠান বিএসআরএম যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে পদ্মাসেতু প্রকল্পের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম, শরিয়তপুর-৩ আসনের সাংসদ নাঈম আব্দুল রাজ্জাক, মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন (এ্যামিলি) বুয়েটের অধ্যাপক ড. আমানত প্রমুখ।
এসআই/একে/পিআর