বিএনপি চেয়ারপারসনের দুই উপদেষ্টা করোনা আক্রান্ত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রীসহ দলের দুইজন উপদেষ্টা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাঈল জবি উল্লাহ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার মোক্তাদির আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের স্ত্রী লুৎফন নাহার কান্তা কোভিড-১৯ পজিটিভ।
তিনি আরও বলেন, তারা চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছেন। আল্লাহর রহমতে ভালো আছেন।
কেএইচ/এমআরআর/এমএস