ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নিজামীর রায়ে প্রতিক্রিয়া নেই বিএনপিরও

প্রকাশিত: ০৬:১০ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসি বহাল রাখার বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।

বুধবার সকালে নিজামীর চূড়ান্ত রায় ঘোষণার পর বিএনপির প্রতিক্রিয়া কি জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, এ বিষয়ে তার কোন মন্তব্য নেই।

দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জাগো নিউজকে বলেন, আইনের প্রতি বিএনপির পূর্ণ শ্রদ্ধা রয়েছে তবে নিজামীর রায়ের বিষয়ে তার কিছু বলার নেই।

এর আগেও অবশ্য নিজ দলের প্রভাবশালী নেতা স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের পরও আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া জানায়নি বিএনপি।

এমএম/এসকেডি/পিআর

আরও পড়ুন