ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

ঘরেই চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্ত জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫০ পিএম, ১৮ জানুয়ারি ২০২২

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায়ই চিকিৎসা নিচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান করোনা আক্রান্ত গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য জানিয়েছেন।

চলমান সংসদ অধিবেশনে যোগ দিতে বিধি অনুযায়ী গত শনিবার (১৫ জানুয়ারি) করোনা পরীক্ষা করান জি এম কাদের। রোববার (১৬ জানুয়ারি) ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে জাপা চেয়ারম্যান নিজ বাসায় বিশ্রামে আছেন। কোভিডের টিকা নিয়েও এক বছরে জি এম কাদের দুবার করোনায় আক্রান্ত হলেন।

খন্দকার দেলোয়ার জালালী জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফল ভালো। প্রতিদিনই তিনি (জি এম কাদের) চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন। তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন। নেতিবাচক কোনো উপসর্গ নেই।

জাপার এই প্রেস সেক্রেটারি জানান, জাপা চেয়ারম্যানের মনোবল অটুট আছে। দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত বছরের ১২ জানুয়ারি করোনা আক্রান্ত হন জি এম কাদের। ওই বছরের ২৬ জানুয়ারি করোনামুক্ত হন জাপা চেয়ারম্যান।

এসএম/বিএ/এমএস