ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিধিনিষেধেও কর্মসূচি চালিয়ে যেতে চায় বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১২ জানুয়ারি ২০২২

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধিনিষেধও বিএনপি কর্মসূচি চালিয়ে যেতে চায় বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি জানান, দলের সিন্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত সমাবেশে চালিয়ে যাওয়ার বিষয়ে তারা দৃঢ়প্রতিজ্ঞ।

বুধবার (১২ জানুয়ারি) জাগো নিউজকে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, অবিলম্বে এ বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, এ বিধিনিষেধ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যেখানে বাণিজ্যমেলা চলছে, নির্বাচন চলছে, মার্কেটসহ সবকিছু চালু আছে, সেখানে শুধুমাত্র রাজনৈতিক সমাবেশের ওপর বিধিনিষেধ অর্থবহ নয়।

এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) দলের স্থায়ী কমিটির বৈঠকের প্রতিক্রিয়া জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে উন্মুক্ত স্থানে সভা-সমাবেশে যে নিষেধাজ্ঞা সরকার দিয়েছে, তার পেছনে ‘রাজনৈতিক উদ্দেশ্য’ দেখছে বিএনপি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বদ্ধ স্থানের চেয়ে উন্মুক্ত স্থানে ওমিক্রন ও কোভিড-১৯ এর বিস্তারের সম্ভাবনা কম বলেছে, সেখানে হাট-বাজার, শপিংমল, স্কুল-কলেজ ইত্যাদি স্থানে স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়ে স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্ত স্থানে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ নিষেধের সিদ্ধান্ত অযৌক্তিক। চলমান নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রেখে রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখা অগ্রহণযোগ্য।

করোনা ভাইরাসের প্রথমদিকে যখন সরকার বিধিনিষেধ জারি করে সেসময় বিএনপি তাদের কর্মসূচি স্থগিত করেছিল।

কেএইচ/ইএ/জিকেএস