ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গুম খুন বন্ধ করে সঠিক পথে আসুন : খালেদা

প্রকাশিত: ১০:২৯ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

সরকারের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, গুম খুন বন্ধ করে সঠিক পথে আসুন। জনগণ কখন জেগে উঠবে বলা যায় না। তাই এখনো সময় রয়েছে গণতন্ত্রের পথে ফিরে আসুন। মঙ্গলবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যেভাবে নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে তা বন্ধ করুন। গুম খুন বন্ধ করেন। অনেক করেছেন। দেশ ও জনগণের সমৃদ্ধির জন্য সবাই মিলে একত্রে কাজ করতে চান বলেও জানান বেগম খালেদা জিয়া।

তিনি আরো বলেন, বাংলাদেশ ছোট দেশ। সবাই মিলেমিশে কাজ করলে সুন্দর দেশ উপহার দিতে পারবো। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো।

৪টা ৫ মিনিটে বক্তব্য শুরু করেন তিনি। এর আগে বিকেল পৌনে ৩টায় সমাবেশস্থলে পৌঁছান তিনি। এর আগে জনসভায় দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি জনসভার আয়োজন করেছে। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে সমাবেশে অংশ নিয়েছেন, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে জে (অব) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জে (অব) আ স ম হানানান শাহ,  গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেস্টা শামসুজ্জামান দুদু প্রমুখ।

এমএম/এএম/এসএইচএস/আরআইপি

আরও পড়ুন