ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা

প্রকাশিত: ০৪:২৮ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার ভোরে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যায় নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ের পাদদেশ থেকে শোভাযাত্রা করে ছাত্রলীগ। শোভাযাত্রার উদ্বোধন করেন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ছাত্র অধিকার প্রতিষ্ঠা আন্দোলনের পাশাপাশি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দেলনে অগ্রভাবে থেকে নেতৃত্ব দেন। দিবসটি উপলক্ষে সংগঠনটি দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এএসএস/এআরএস/এমএস