ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিএনপিও ক্ষমতায় গেলে চিরস্থায়ী হতে চাইবে: সাকি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২১

জনগণের রায় মেনে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তরের সরকার ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, সরকার ব্যবস্থায় স্থায়ী সমাধান না হলে বিএনপিও বর্তমান সরকারের পথ অনুসরণ করবে। তারাও ভবিষ্যতে সরকারে এলে ক্ষমতা চিরস্থায়ী করতে চাইবে।

সরকার ব্যবস্থায় পরিবর্তন না এনে নির্বাচন করলেই সমস্যার সমাধান হবে না মন্তব্য করে তিনি বলেছেন, যেই ক্ষমতায় আসুক, জনগণের রায় মেনে তারা যেন স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয়। অন্যথায় ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে তারা বর্তমান সরকারেরই পথ অনুসরণ করে ক্ষমতাকে চিরস্থায়ী করার প্রচেষ্টা চালাবে। অতএব সরকার ব্যবস্থায় একটা স্থায়ী সমাধান প্রয়োজন।

সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, সুষ্ঠু নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় আসবে। এতে তাদের লাভ। তারাও বর্তমান সরকারের মতোই দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইবে। কিন্তু জনগণের কোনো লাভ নেই। জনরায় মেনে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তরের মতো একটা সরকার ব্যবস্থা আমাদের করতে হবে।

তিনি আরও বলেন, আমরা যদি শুধুমাত্র একটা নির্বাচন ও জনগণের ভোটাধিকারের কথা বলি, সেটা কোনো সমাধান দেয় না। ১৯৯৫, ২০০১ ও ২০০৬ সালের তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন নিয়ে প্রশ্ন তুললে পরিষ্কার বোঝা যায়, এই জোড়াতালি দিয়ে হবে না। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলেছিল। তারাই এখন বলছে, তত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সম্মানজনক নয়। আমরাও একসময় বলেছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্মানজনক নয়, আমাদের একটা স্থায়ী সমাধানের দিকে এগোনো দরকার।

এ রাজনীতিবিদ বলেন, সংবিধানে ক্ষমতা কাঠামোর এমন সংস্কার দরকার, যাতে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারি। সরকারও যেন একটা নির্বাচনের আয়োজন করতে পারে, এসং সেটা যেন বিশ্বাসযোগ্য হয়। যেখানে মানুষ অবাদে ভোট দিতে পারে। এটা তো আহ্বান করার বিষয় নয়। পৃথিবীর অধিকাংশ দেশেই ন্যূনতম এটা কার্যকর আছে। আমরা কেন সে জায়গায় যেতে পারবো না। কিন্তু আমরা এখনো পারিনি। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় গিয়েছিলাম। রাষ্ট্রব্যবস্থা এতটাই স্বৈরতান্ত্রিক যে, তত্ত্বাবধায়ককেই গিলে খেয়ে ফেলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূমসহ জেএসডির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এমআইএস/এমকেআর/এএসএম