বিএনপির সমাবেশ ৫ জানুয়ারি
রাজধানী ঢাকাসহ সারাদেশে ৫ জানুয়ারি সমাবেশ করবে বিএনপি। আজ (শনিবার) দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয়ভাবে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, কেন্দ্রীয়ভাবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এ লক্ষ্যে ইতোমধ্যে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। ঢাকার সঙ্গে সারাদেশের জেলা কমিটিকে এই কর্মসূচি পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
গণমাধ্যমে খবর রয়েছে বিএনপি ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ডিএমপিতে আবেদন করলেও সেখান থেকে এখনো সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
অবশ্য গেলবছর আওয়ামী লীগ যেমন ঘটা করে ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করেছিল, এ বছর এখন পর্যন্ত তেমন কোনো লক্ষণ দেখা যায়নি।
২০১৫ সালে দশম জাতীয় সংসদের বছরপূর্তিকে কেন্দ্র করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতাল চলাকালে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে; যার জন্য মূলত দায়ী ছিল বাসে পেট্রলবোমা হামলার মতো ঘটনাগুলো। ওই ঘটনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দোষারোপ করে।
যৌথসভা ও সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
এমএম/এআরএস/এমএস