ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

একটিতেই খুশি জাপা

প্রকাশিত: ০৩:৫২ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে পাওয়া ফলাফলে ২৩৪টি পৌরসভার মধ্যে মাত্র একটিতে জয় লাভ করেই ব্যাপক আনন্দিত সংসদের প্রধান বিরোধী দল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। বৃহস্পতিবার জাগো নিউজকে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া বলেন, নির্বাচনের ফলাফল আমরা (জাতীয় পার্টি) খুশি মনেই মেনে নিয়েছি। এতে গণতন্ত্রের বিজয় হয়েছে।

এ দলটির মোট ৭৪টি পৌরসভায় তাদের দলীয়ভাবে প্রার্থী দিয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত রংপুরের বদরগঞ্জ পৌরসভাসহ বেশ কয়েকটি পৌরসভায় তদের প্রার্থীরা জামানত হরিয়েছেন।

তারপরও এ দলটিকে দেখা গিয়েছে বেশ ফুরফুরে মেজাজেই। বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যলয়ে নেতাকর্মীদের মাঝে এ নিয়ে কোনো হতাশা কিংবা ক্ষোভ কোনোটাই দেখা যায়নি। বরঞ্চ তাদেরকে খুব আনন্দিতই মনে হয়েছে।

এদিকে দলটির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ এতোদিন অভিযোগ করে আসলেও তার স্ত্রী সংসদের প্রধান বিরোধী দলের নেতা রওশন এরশাদ ২৯ ডিসেম্বর সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এরশাদের অভিযোগগুলোকে দল চাঙ্গা করার বক্তব্য আখ্যায়িত করার পর থেকে এরশাদ এবং এরশাদ সমর্থিত নেতাকর্মীরা মুখে তালা দিয়েছেন।

অন্যদিকে যেসব নেতা সরকারের সমালোচনা করে কথা বলতেন তারাও এখন নিশ্চুপ রয়েছেন। রওশন এরশাদ নির্বাচন পরবর্তী কোনো প্রকার অভিযোগ না করার কথাও বলেন ঐ দিনের সংবাদ সম্মেলনে। এবং নির্বাচন যাইহোক নির্বাচন থেকে সরে না দাঁড়ানোর ঘোষণাও দেন তিনি।

রওশন বলেছিলেন, নির্বাচনে পরাজয়ের জন্য সরকারি দলের পক্ষ থেকে কোনো চাপ নেই। তিনি আরো বলেছিলেন, দেশে এ মুহূর্তে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ রয়েছে।    

যদিও এর আগে এরশাদ অভিযোগ করে বলেছিলেন, তারা ১৫০ পৌরসভায় প্রার্থী দিয়েছে কিন্তু সরকারি দলের লোকজনের চাপে অর্ধেক প্রার্থী বসে গিয়েছে।

সবকিছু মিলিয়ে একটি পৌরসভায় জয়লাভ করেও বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে এ দলটি।

এএম/এসএইচএস/পিআর