ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

অনিয়মের অভিযোগ সত্ত্বেও মাঠে থাকবে বিএনপি

প্রকাশিত: ০৭:৫৪ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণে বিভিন্ন অনিয়মের তথ্য বিএনপির কেন্দ্রীয় অফিসে জমা পড়েছে। নির্বাচন কমিশনে গিয়েও একটি প্রতিনিধি দল আনুষ্ঠানিক ভাবে অভিযোগও করেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন দলটি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কিন্তু এসব অভিযোগের পরেও ভোট বর্জন করবে না বিএনপি। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবে তারা। দলের দায়িত্বশীল নেতারা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রে গুলিবর্ষণে যুবদল নেতা নুরুল আমিন নিহত হয়েছে। ব্যাপক গুলিবর্ষণ ও বোমাবাজি করে বাকি কেন্দ্রগুলোও সরকার দলীয় ক্যাডাররা দখলে নিচ্ছে।

এর আগে সকালে রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলনে বলেছেন, মিরেরসরাই, জয়পুরহাট, গোপালগঞ্জ  সদর, মোড়েলগঞ্জ, বগুড়া সদর, লাকসাম, চৗদ্দগ্রাম, নগরকান্দা, গফরগাঁও,  সোনারগাঁও, কিশোরগঞ্জ, ইশ্বরদী, ইসলামপুর, চৌমুহনী, নাটোর, আখাউড়া, রামগঞ্জ, বোরহানউদ্দিন, সাভার, ধামরাই, মাটিরাংগা, হরিণাকুন্ড, মৌলভীবাজার সদরসহ অর্ধশতাধিক পৌরসভায় আওয়ামী সন্ত্রাসীরা প্রশাসনে ছত্রছায়য় জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নৌকা মার্কায় সিল মেরেছে।

এছাড়া দুপুর ২টার দিকে আবারো সংবাদ সম্মেলন করে একই ধরণের অভিযোগ করেন রুহুল কবির রেজভী।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকাল ৯টায় ইসিতে গিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের কাছে অভিযোগ করেছেন। কারচুপির অভিযোগ দায়েরকৃত এলাকায় পুনরায় নির্বাচনের দাবি করেছেন তারা।

তবে নির্বাচন নিয়ে নানা ধরণের অভিযোগ করলেও পৌর নির্বাচন থেকে সরে দাঁড়াবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।

জাগো নিউজে তিনি বলেন, বিএনপি কোথাও ভোট বর্জন করবে না। আমরা শেষটা দেখতে চাই। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনের মতো ভোট বর্জন করা হবে না।

এদিকে ভোটগ্রহণ শেষে বিকেলে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভোটের চিত্র জাতির কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছে দলটির দফতরের দায়িত্বে থাকা রুহুল কবির রেজভী।

এনএম/আরএস

আরও পড়ুন