ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

১৮ ডিসেম্বর খালেদার বিরুদ্ধে চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৩ এএম, ১৯ নভেম্বর ২০১৪

ধর্মীয় উস্কানি ও বিভিন্ন শ্রেণির মধ্যে বিরোধ সৃষ্টির উদ্দেশে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। প্রতিবেদন না আসায় ঢাকা মহানগর হাকিম সামছুল আরেফিন এ দিন ধার্য করেন।

আদালত মামলাটি শাহবাগ থানাকে তদন্তের নির্দেশ দিয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে শাহবাগ থানার একজন পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তাকে তদন্ত করে ১৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন আদালত।

মামলার এজহার থেকে জানা যায়, খালেদা জিয়া রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ১৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শুভ বিজয়ার অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় তিনি আওয়ামী লীগের কটূক্তিপূর্ণ সমালোচনা করেন। বক্তৃতার একপর্যায়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী।’