ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আ’লীগের দুর্গ গফরগাঁও, একগুচ্ছ দাবি ভোটারদের

সালাহ উদ্দিন জসিম | গফরগাঁও (ময়মনসিংহ) ঘুরে | প্রকাশিত: ১১:৫০ এএম, ১৭ নভেম্বর ২০২১

## নেতা চাই মনের কথা বলার মতো
## এমপি কম আসে, বিএনপির দেখা নেই
## পাকা হয়নি ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তাই

জাতীয় সংসদের ১৫৫ নম্বর আসন ময়মনসিংহ-১০। যা গফরগাঁও উপজেলা নিয়ে গঠিত। আওয়ামী লীগের দুর্গ খ্যাত এই এলাকার মানুষ বেশিরভাগ কৃষিনির্ভর। এখানে ধান হয় বেশি। ’৫২ এর ভাষা আন্দোলনের শহীদ আবদুল জব্বারের পৈত্রিক ভিটাও এখানে। ইতিহাস-ঐতিহ্য আর উন্নয়ন কর্মকাণ্ডের হালচাল দেখতে এবং ভোটারদের চাওয়া তুলে ধরতে সোমবার (১৫ নভেম্বর) গফরগাঁওয়ের বিভিন্ন এলাকা ঘুরেছে জাগো নিউজ টিম।

উপজেলায় ঢুকতেই রাওনা ইউনিয়নের পাঁচুয়া গ্রামের প্রবেশদ্বারে দেখা মেলে বিশাল আকৃতির তোরণ। যেখানে লেখা ‘জব্বার নগর’। ভাষা শহীদ জব্বারের নামেই এই নামকরণ। গ্রামের প্রবেশদ্বারেই কয়েকটি চা দোকান। সন্ধ্যার পর জাগো নিউজ টিমকে দেখে বেশ আড্ডা জমে সেখানে।

রাওনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. বাবুল, স্থানীয় ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান কাঞ্চন, আতহার আলী খোকা, চালক অলি উল্যাহ, সুমন মিয়াসহ নাম না জানা অনেকের সঙ্গে আড্ডা হয়। চায়ের আড্ডায় একগুচ্ছ দাবি তুলে ধরেন তারা।

এগুলো হলো- জব্বার নগরে একটি কমিউনিটি ক্লিনিক, রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভোট কেন্দ্র) সড়ক পাকাকরণ, জব্বারের বাড়ির আঙ্গিনায় একটি মসজিদ করা, পাঁচুয়া ইবতেদায়ি মাদরাসা ভবন ও ভাষা শহীদ আবদুল জব্বারের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং এলাকার প্রধান সমস্যা গরু চুরি বন্ধ করা ইত্যাদি।

আড্ডার ফাঁকে ‘আগামী জাতীয় সংসদে কেমন নেতা চান?’ এমন প্রশ্ন করা হলে স্থানীয় ব্যবসায়ী ওয়াহিদুজ্জামান কাঞ্চন বলেন, ‘এমন নেতা চাই যিনি সব সময় জনগণের পাশে থাকেন। জনগণ সহজে সাক্ষাৎ পায়। ফ্রি মাইন্ডে কথা বলতে পারে। মনের কথা বলতে পারে।’

এমপি বা নেতাদের কাছে চাওয়া কী? জবাবে স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তি আতহার আলী খোকা জাগো নিউজকে বলেন, ‘আমাদের পাঁচুয়া গ্রামের মানুষেরা চিকিৎসায় কষ্ট পায়। এখানে একটা কমিউনিটি ক্লিনিক চাই। কাঁচা রাস্তাগুলো পাকাকরণ চাই। ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তাটা আগে পাকা হোক। এছাড়া আমাদের এলাকাটা ভাষাশহীদ আবদুল জব্বারের এলাকা। অন্য ভাষাশহীদদের এলাকা যেভাবে উন্নয়ন হয়েছে, এটিতে হয়নি।’

jagonews24

তিনি বলেন, ‘আমাদের দাবি ছিল- উপজেলার ৫০০ আসনের অডিটোরিয়ামটি ভাষা শহীদ আবদুল জব্বারের নামে হোক, কিন্তু হয়নি। পাঁচুয়া ইবতেদায়ি মাদরাসাটিও তার নামে চেয়েছি, হয়নি। মাদরাসাটির আবার নেই ভবন। জীর্ণশীর্ণ টিনের ঘরে লেখাপড়া হয়। জব্বারের বাড়ির আঙিনায় পাঠাগারের কাছে একটি মসজিদ চেয়েছি, সেটাও হয়নি। জব্বারের নামে আমরা একটি বিশ্ববিদ্যালয়ও চাইছি, তা হয়নি। নেতারা বলে যান হবে, আর হয় না।’

খোকা বলেন, ‘পাঁচুয়া গ্রামটার নাম পরিবর্তন করে ২০০৮ সালে জব্বার নগর হয়েছে। এখন পর্যন্ত গেজেট হয়নি। খালি একটা তোরণে লেখা আছে জব্বার নগর।’

পাশ থেকে রুবেল মিয়া বলে ওঠেন, ‘রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের ভোটকেন্দ্র। এ রাস্তাটা কাঁচা। এখান দিয়ে আমরা ভোট দিতে যাই। প্রতিদিন শিক্ষার্থীরা যায়। চেয়ারম্যান ৩০০ ফিটের মতো জায়গায় ইট বিছাইছে। আমরা চাই, পুরা রাস্তাটা পাকা করে দিক।’

তবে পুরো আড্ডাজুড়ে সবার কথা ছিল, এলাকার প্রধান সমস্যা ‘গরু চুরি’। খোদ রাওনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. বাবুলেরও একই কথা। তিনি জাগো নিউজকে বলেন, ‘এমপি অনেক উন্নয়ন করেছেন। একটাই সমস্যা গরু চুরি। এটা বন্ধ করা যাচ্ছে না।’

এসময় সাবেক সংসদ সদস্যের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘নেতা ছিলেন আলতাফ হোসেন গোলন্দাজ। এরকম গরু চুরি হলে গোলান্দাজ বেঁচে থাকলে কইতো- ধইরা আন, আর সবগুলার বাড়িঘর পুড়িয়ে দিতো।’

আলতাফ হোসেন গোলন্দাজ ময়মনসিংহ-১০ আসনে আওয়ামী লীগের হয়ে তিন তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান তিনি। বর্তমানে এ আসনের এমপি আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে ফাহমী গোলন্দাজ বাবেল।

এলাকার মানুষের সঙ্গে বর্তমান এমপির সম্পৃক্ততা নিয়ে মো. বাবুল বলেন, ‘এমপি সাহেব কম আসেন। প্রোগ্রাম থাকলে এলাকায় আসেন। তবে তিনি সবার খোঁজখবর রাখেন। যখন যেটা প্রয়োজন করে দেন। বিএনপির এ বি এম সিদ্দিকুর রহমান এলাকায় আসেন না। এলাকায় কোনো কর্মসূচি বা প্রোগ্রামে তাকে দেখি না।’

জব্বার নগর তোরণ থেকে আরও এক কিলোমিটার ভেতরে ভাষা শহীদ আবদুল জব্বারের বাড়ি। বাড়ির আঙিনায় কথা হয় স্থানীয় রুমা বেগমের সঙ্গে। তিনি চুল দিয়ে টুপি বানান। স্বামী ও দুই মেয়ে, এক ছেলে নিয়ে তার সংসার।

jagonews24

বর্তমান সরকার কী সেবা দিয়েছে? জানতে চাইলে তিনি জাগো নিউজকে বলেন, ‘কোনো সেবা পাইনি। এমপির দেখাও পাইনি। এমপি বছরে একবার ২১ ফেব্রুয়ারির রাতে জব্বারের বাড়ির শহীদ মিনারে আসেন।’

কোন এমপি বেশি ভালো, ‘বর্তমান এমপি বাবেল না কি সাবেক এমপি গিয়াস উদ্দিন? উত্তরে তিনি বলেন, ‘দুজনেই ভালো। যেই আসুক আমাদের সমস্যা নাই।’

তবে সরকারের কাছে তার চাওয়া, কাজ যাই করুক গরু চুরিটা যেন বন্ধ হয়। এই এলাকায় গরু চুরি প্রধান সমস্যা। এজন্য কেউ ঘুমাতে পারে না।

আরেকটা সমস্যার কথা বললেন রুমা। জন্মনিবন্ধন নিয়ে। এটার জন্য না কি তার সন্তানের পড়া বন্ধ হওয়ার উপক্রম। বলেন, ‘মেয়ে ক্লাস এইটে পড়ে। তার জন্মনিবন্ধন আছে। এখন না কি ফরম ফিলাপের জন্য জন্মনিবন্ধন আবার লাগবে। তাও আবার তার বাবা-মা ও দাদা-দাদিরটাও করানো লাগবে। মেয়েরে বলছি, তোর পড়া-ই বাদ দে। আর পড়া লাগবে না।’

এদিকে গফরগাঁওয়ের লোকজন বলছেন, এখানে আওয়ামী লীগের প্রভাব বেশি। স্বৈরাচার এরশাদের আমলে তার জামাতা এনামুল হক জজ মিয়া এমপি হয়েছেন। এরপর ১৯৯১, ১৯৯৬ ও ২০০১- এ টানা তিনবারের এমপি হন আলতাফ হোসেন গোলন্দাজ। তার মৃত্যুর পর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহমেদ। ২০১৪ ও ২০১৮ সালে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি হন। সে হিসেবে এই আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত বলে জানান এলাকার লোকজন।

গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়নের দক্ষিণাঞ্চলের ৮ ইউনিয়ন নিয়ে পাগলা থানা। গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা তিন লাখ ২৭ হাজার ৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৬ হাজার ৬৬৬ জন। আর এক লাখ ৬১ হাজার ১ জন নারী ভোটার।

এসইউজে/জেডএইচ/এইচএ/জিকেএস

টাইমলাইন

  1. ০১:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০২১ ‘বিনার সূর্যমুখী জাত অবমুক্ত হলে তেল ফসলে বিপ্লব ঘটবে’
  2. ০৮:৫৫ এএম, ১৮ ডিসেম্বর ২০২১ ‘সড়ক’ যেন গলার কাঁটা
  3. ০৮:৪৯ এএম, ০৯ ডিসেম্বর ২০২১ বোরোর চরের কাঁচামরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্য-ইউরোপে
  4. ০৯:০৫ এএম, ০৮ ডিসেম্বর ২০২১ বিলুপ্তির পথে লাফা বেগুন, বেশি ফলনের বেগুনে ঝুঁকছেন কৃষক
  5. ০৮:৩০ এএম, ০৭ ডিসেম্বর ২০২১ বারোমাসি টমেটোয় ১০ গুণ লাভ
  6. ০৩:৫৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১ সম্ভাবনার কুমির চাষে ‘বাধা’ আইনি জটিলতা!
  7. ১২:১৫ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১ সিঙ্গাপুর থেকে ফিরে মালচিং চাষ, কম খরচে ভালো ফলন
  8. ০৮:৩৩ এএম, ০৬ ডিসেম্বর ২০২১ লেবু-মাল্টার জোয়ারে হারাতে বসেছে ফুলবাড়িয়ার হলুদ
  9. ১১:১২ এএম, ০৩ ডিসেম্বর ২০২১ শ্বশুরের দেওয়া ৪০ হাজার থেকে ২০ লাখ টাকার মালিক রাণী
  10. ০৮:০৪ এএম, ০৩ ডিসেম্বর ২০২১ নামাপাড়ার ছিপ যাচ্ছে সারাদেশে
  11. ১০:১৬ এএম, ০১ ডিসেম্বর ২০২১ এক গাছে ৪ সাইজের বরই, মিলবে আমের মৌসুমেও
  12. ০৮:২০ এএম, ৩০ নভেম্বর ২০২১ ‘তেল আমদানির ১৭ হাজার কোটি টাকা সাশ্রয় করবে বিনাসরিষা’
  13. ০৪:২১ পিএম, ২৯ নভেম্বর ২০২১ মুক্তা চাষে সম্ভাবনা, বিক্রি নিয়েই দুর্ভাবনা
  14. ০২:০৭ পিএম, ২৯ নভেম্বর ২০২১ আধুনিক নগর গড়তে দরকার জনগণের ইতিবাচক সাড়া ও দপ্তরের সমন্বয়
  15. ১০:৫১ এএম, ২৮ নভেম্বর ২০২১ মেঘালয় ঘেঁষা দুই স্থলবন্দর, আমদানি-রপ্তানির নতুন দুয়ার
  16. ০৭:৫৩ পিএম, ২৬ নভেম্বর ২০২১ তিনবার এমপি হলেও এলাকাবাসীর কাছে প্রায় অচেনা
  17. ০৯:২৪ এএম, ২৫ নভেম্বর ২০২১ ফুলবাড়িয়ার লেবু যাচ্ছে ইউরোপে
  18. ০২:০৯ পিএম, ২৪ নভেম্বর ২০২১ কৃষকের ধানের মণ ৪৩ কেজিতে, ব্যবসায়ীর সাড়ে ৪০
  19. ০৬:৩৮ পিএম, ২৩ নভেম্বর ২০২১ ২২ পদের ভর্তার পিঠায় মাসে আয় ২ লাখ টাকা
  20. ০৮:২২ এএম, ২৩ নভেম্বর ২০২১ চিকিৎসকের পরামর্শে মাল্টাচাষ, লাখ টাকা খরচে আসছে কোটি টাকা
  21. ০২:৫৩ পিএম, ১৯ নভেম্বর ২০২১ ‘কৃষ্ণা কেবিন’র মিষ্টিতে ‘কৃতকার্য’ তিন প্রজন্ম
  22. ১০:৫৯ এএম, ১৯ নভেম্বর ২০২১ দেশি ছোট মাছ ফিরিয়ে আনতে বিপ্লব ঘটাবে জিন ব্যাংক
  23. ১২:১০ পিএম, ১৮ নভেম্বর ২০২১ বছরে নষ্ট ২০ হাজার কোটি টাকার ফসল, আসছে পরমাণু প্রযুক্তি
  24. ০৮:৫৮ এএম, ১৮ নভেম্বর ২০২১ তেলাপিয়ার নতুন প্রজাতি, প্রতিটির ওজন আড়াই কেজি
  25. ০৩:২৫ পিএম, ১৭ নভেম্বর ২০২১ পাতে ফেরার অপেক্ষায় জারুয়া-আঙরাসহ আরও ৮ দেশি মাছ
  26. ১১:৫০ এএম, ১৭ নভেম্বর ২০২১ আ’লীগের দুর্গ গফরগাঁও, একগুচ্ছ দাবি ভোটারদের
  27. ০৯:৫৯ পিএম, ১৬ নভেম্বর ২০২১ ‘গরু শিথানে নিয়া হুতি, চোরে নিলে আগে আমারে নেওয়া লাগবো’
  28. ০৮:৫৭ পিএম, ১৬ নভেম্বর ২০২১ এটাই বাংলাদেশের ‘প্রথম’ সৌদি খেজুর গাছ
  29. ০৪:৪৬ পিএম, ১৬ নভেম্বর ২০২১ ‘এখানে আ’লীগ-বিএনপি-জাপা এক পরিবার’
  30. ০২:১৬ পিএম, ১৬ নভেম্বর ২০২১ সৌদি খেজুর চাষে ‘পাগল মোতালেব’র বছরে আয় ৫০ লাখ টাকা
  31. ১২:১২ পিএম, ১৬ নভেম্বর ২০২১ চুলে খুলেছে হাজারো নারীর ভাগ্য

আরও পড়ুন