মির্জা ফখরুল জনরোষে পড়তে পারেন: রাঙ্গাঁ
গত ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গাঁ।
গতকাল সোমবার নীলফামারীতে এক জনসভায় ৫ জানুয়ারির নির্বাচনকে ‘কুত্তামার্কা’ হিসেবে অভিহিত করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
রাঙ্গাঁ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশ ও গণতন্ত্র রক্ষা তথা ধ্বংসাত্মক রাজনীতির রাহুগ্রাস থেকে দেশ ও জনগণকে বাচাঁনোর নির্বাচন। এ নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন তারা সংবিধান রক্ষা করেছেন এবং দেশে সেই ভয়াবহ অবস্থায় অগণিত মানুষের জীবন রক্ষা করেছেন। সুতরাং এ নির্বাচন নিয়ে এরূপ অগণতান্ত্রিক ভাষা ব্যবহার অসৌজন্যমূলক।
প্রতিমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের বাবা ছিলেন জাতীয় পার্টির সৎ ও মেধাবী নেতা এবং জনপ্রতিনিধি। তার পুত্রের মুখে এত নিচুমান ও অরুচিকর কথা শোভা পায়না। তিনি মির্জা ফখরুলের মহান জাতীয় সংসদ সদস্যদের ব্যাপারে আরো মার্জিত ও পরিশীলিত ভাষায় কথা বলার পরামর্শ দিয়ে বলেন, তা না হলে জনরোষে পড়তে পারেন, যা আপনার ও দলের জন্য সুখকর হবে না।
২০ দলীয় জোট ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে নানাবিধ ষড়যন্ত্র করেও ঠেকাতে না পারায় মনের দুঃখে দিশেহারা হয়ে আবোল তাবোল বলছে। এতে করে বাংলার শান্তি ও গণতন্ত্র প্রিয় জনগণকে বিভ্রান্ত করা যাবে না।