ফখরুলসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
গাড়ি ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর কলাবাগান থানার দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামসুল আরেফিনের আদালতে এ চার্জশিট গৃহীত হয়।
গত ২২ অক্টোবর কলাবাগান থানার এসআই মোহাম্মদ আসাদুজ্জামান ২৫ জনকে বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মঙ্গলবার আদালতে দাখিলকৃত চার্জশিট উপস্থাপন করলে আদালত তা আমলে নেন। পরে মামলাটি বিচারের জন্য এ আদালত থেকে বিচারিক আদালতে পাঠিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে কলাবাগানে পদ্মা জেনারেল হাসপাতালের সামনে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ প্রায় দুবছর পর মামলাটিতে চার্জশিট দাখিল করা হয়।
সর্বশেষ - রাজনীতি
- ১ পুলিশ সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে বিএনপি
- ২ জিয়াউর রহমানের সমাধিতে নিউইয়র্ক বিএনপি সভাপতির শ্রদ্ধা
- ৩ মির্জা ফখরুলের সঙ্গে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ খালেদা জিয়ার সঙ্গে তারেকের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ
- ৫ আওয়ামী লীগকে স্বাধীনতার পক্ষের শক্তি বলার যৌক্তিকতা নেই: মঈন খান