সরকার দুঃশাসনের ল্যাবরেটরি খুলেছে : রিজভী
বর্তমান সরকার দুঃশাসনের ল্যাবরেটরি খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন। বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে মামলা ও সমন জারির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।
তিনি বলেন, বর্তমান সরকার দুঃশাসনের ল্যাবরেটরি খুলেছে। যেখান থেকে হত্যা, নির্যাতন, গুম ও মামলার মত বীভৎস সব কর্মকাণ্ড বের হচ্ছে। জনগণ সরকারের বেইমানি বুঝতে পেরেছে। গোটা দেশে নৈরাজ্য চলছে। এ অবস্থা অব্যাহত রাখতে সরকারের বড় বাধা জাতীয়তাবাদী শক্তি।
রিজভী বলেন, সরকারের অবস্থা যখনই টলমলে হয় তখনই তারা দুষ্কর্মের গতি বাড়িয়ে দেয়। তারেক রহমানের বিরুদ্ধে এ মামলা এরই অংশ। জিয়া পরিবারের প্রতি ক্ষোভ সরকারের। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদের হাতিয়ার হচ্ছে মামলা, সমন, হুমকি ও হুঙ্কার।
সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্য প্রসঙ্গ তিনি বলেন, প্রধানমন্ত্রীর আস্থাভাজনদের কাছ থেকেই সরকারের অপকর্মের তথ্য ফাঁস হয়ে গেছে। গণমাধ্যমে তার বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ পেয়েছ বলে যে অভিযোগ করেছেন এইচ টি ইমাম, জনগণ তা বিশ্বাস করবে না।
এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, কাজী আসাদুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের মীর সরাফত আলী সপু প্রমুখ।