ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নিচ্ছে ইসি

প্রকাশিত: ১২:১৬ পিএম, ২১ ডিসেম্বর ২০১৫

নির্বাচন কমিশনের (ইসি) বিরুেদ্ধে অভিযোগ এনে অাওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী এবং নেতাদের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নিচ্ছে।

সোমবার বিকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি এ অভিযোগ করেন।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীকে নিয়ে করা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মন্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, ক্ষমতার লোভে খালেদা জিয়া নিজেই উম্মাদ হয়ে গেছেন।

তিনি বলেন, ক্ষমতার বাইরে আছে বলে আসন্ন পৌর নির্বাচনে বিএনপির প্রতি বিশেষ অনুকম্পা আর ক্ষমতায় আছে বলে আওয়ামী লীগের ওপর নির্বাচন কমিশনের খড়গহস্ত মেনে নেয়া যায় না।

বিএনপির নেতাকর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলেও কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না উল্লেখ আওয়ামী লীগের এ নেতা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা নিয়ে পক্ষপাতিত্বের পরিচয় দিচ্ছে কমিশন।

অান্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচনে এসে নানা মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন হানিফ।

এসময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, অা ফ ম বাহাউদ্দিন নাছিম, অাহম্মদ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপিস্থত ছিলেন।

এএসএস/একে/আরআইপি