ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পৌর নির্বাচন আ. লীগের জন্য অগ্নিপরীক্ষা

প্রকাশিত: ০৫:০২ পিএম, ২০ ডিসেম্বর ২০১৫

আসন্ন পৌর নির্বাচন আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষা বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

তিনি বলেছেন, ৩শ` বছরের ইতিহাস চুরমার করে আওয়ামী লীগ দলীয় প্রতীকে নির্বাচন প্রথা চালু করেছে। এ নির্বাচন তাদের জন্য অগ্নিপরীক্ষা। রোববার বিকেলে কক্সবাজার জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, আমি ৯ বছর ক্ষমতায় ছিলাম। আমার সময়ে কোনো মানুষ খুনের শিকার হয়নি। আমি ক্ষমতা ছাড়ার পর শত শত মানুষ খুন হয়েছে। প্রতিদিন গুম হচ্ছে। এর কোনো বিচার হয়নি।

প্রশ্ন রেখে তিনি বলেন, যারা খুন হয়েছে তারা কি বাংলাদেশি নয় ? তাদের রক্ত কি লাল ছিল না ? নূর হুসেনের বুকে গণতন্ত্র মুক্তি পাক লেখা ছিল। তাকে খুন করা হয়েছিল। এর বিচারও হয়নি। এখন হাজার হাজার মানুষ মরছে, কত মায়ের বুক খালি হচ্ছে। তাদের কথাও কেউ বলে না।

এরশাদ আক্ষেপ করে বলেন, আমি বিনা বিচারে ছয় বছর কারাভোগ করেছিলাম। যারা আমাকে কারাগারে দিয়ে নিঃশেষ করতে চেয়েছিল, আজ তারাই নিঃশেষ হওয়ার পথে। আমার স্ত্রী তো রাজনীতি করতো না, তাকে এবং আমার ছোট্ট সন্তানও জেলে থেকে রেহাই দেয়া হয়নি।

এরশাদের প্রায় ৩০মিনিটের বক্তব্যে উঠে আসে দেশের আইন শৃংখলা পরিস্থিতির কথাও। দেশে আজ আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে মন্তব্য করে এরশাদ বলেন, সাধারণ মানুষ তো দূরের কথা পুলিশরাও নিরাপদে নেই। আমরা মুসলমান, কুরআনে বিশ্বাস করি।

তিনি প্রশ্ন রেখে বলেন, আল্লাহর বান্দাদের কেন খুন করা হয় ? মানুষ মেরে কোনো দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। যারা মানুষ মেরে ক্ষমতায় থাকতে চায় জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেবে না। দেশবাসী পরিবর্তন চায়। শান্তির জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় বসাতে চাচ্ছে। জাতির আশা পূরণে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

কক্সবাজার জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ মৌলভি ইলিয়াসের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ তারেকের সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিয়িাম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

সায়ীদ আলমগীর/এআরএ/এআরএস