ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

নওগাঁ পৌর জামায়াতের সাবেক আমির গ্রেফতার

প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৫

নাশকতা মামলায় নওগাঁ পৌর জামায়াতের সাবেক আমির খন্দকার এনামুল হোসেনকে (৫৭) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শহরের চকদেবপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খন্দকার এনামুল হোসেন ওই এলাকার মৃত খন্দকার ইয়াহিয়ার ছেলে।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গত ২৪ অক্টোবর রাতে পার-নওগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে নওগাঁ পৌর জামায়াতের আমির মাওলানা হোসাইন আহমেদ মুজাহিদকে আটক করা হয়। রাতেই পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে শহরের দয়ালের মোড়ে সৈকত ছাত্রাবাস থেকে চার জনছাত্রকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সরকার বিরোধী বিপুল পরিমাণ লিফলেট, ব্যানার, জিহাদি বই, রামদা ও চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার দমন আইনে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

ওই ঘটনার খন্দকার এনামুল হোসেন জড়িত রয়েছে-এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আব্বাস আলী/এআরএ/আরআইপি