শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরাবে ছাত্রদল: শ্যামল
সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রামরাজত্ব চলছে উল্লেখ করে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে ছাত্রদল।
তিনি বলেছেন, ‘আজ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রামরাজত্ব চলছে। আজ আমাদের বোনরা শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ নয়। কারণ সেখানে বদরুল লীগ আছে। এই বদরুল লীগের অস্তিত্বের কারণে বোনদের শ্লীলতাহানি হয়। এমন নৈরাজ্যকর পরিস্থিতিতেও ছাত্রদল সংগ্রাম করে যাচ্ছে আর করে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনবে ছাত্রদল।’
রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিরুদ্ধে সরকারদলীয় নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম খেতাবপ্রাপ্ত। উনার এই খেতাব কে দিয়েছেন? স্বাধীনতার পর রাষ্ট্রক্ষমতায় কারা ছিল? এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। তাহলে বর্তমানে এ ধরনের কথা কেন বলা হয়? যদি উনি মুক্তিযোদ্ধা না হন তাহলে ওনাকে বীর উত্তম খেতাব কেন দেওয়া হলো? তাহলে ওই সময় যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন তারা অবশ্যই একটা অবৈধ কাজ করেছেন।’
ছাত্রদল সম্পাদক বলেন, ‘আদালতের রায় দিয়ে দেশের স্বাধীনতা আসেনি। কিন্তু আদালতের রায় দিয়ে দেশের গণতন্ত্র হত্যা করা হয়েছে। যারা এ গণতন্ত্র হত্যা করেছে তাদের বিচার একদিন এ দেশের মাটিতে হবে ইনশাআল্লাহ।’
তিনি বলেন, ‘আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, তাদের দিন শুরু হয় কোর্টের বারান্দায় হাজিরা দিয়ে। এ সরকার এক বা একাধিক মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। কারণ, আমরা প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করছি।’
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, পিছনে ফিরে যাওয়ার জায়গা নেই। আমরা মরতে শিখেছি। আমাদের মারার কিছু নেই। আমাদের বহু ভাই এই ভূলুণ্ঠিত গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন করতে গিয়ে গুম হয়েছেন। রাষ্ট্রীয় নির্যাতনে শহীদ হয়েছেন। সেই ভাইদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দিতে পারি না। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে ভোটাধিকার ফিরিয়ে আনার যে আন্দোলনের ডাক দেবেন, গণতন্ত্র ফিরিয়ে আনার যে কর্মসূচি ঘোষণা করবেন, আমরা সেখানে আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।’
আয়োজক সংগঠনের সভাপতি খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় সভায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তবিবুর রহমান সাগর বক্তব্য দেন।
কেএইচ/এআরএ/জিকেএস