ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা বৃহস্পতিবার

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

করোনাভাইরাস সংকটের কারণে দীর্ঘ সময় পর আগামীকাল বৃহস্পতিবার বসছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টর বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে এ সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলীয় সূত্র বলছে, সভা থেকে গত দুই বছরে করোনার কারণে স্থবির হয়ে যাওয়া সাংগঠনিক তৎপরতা চাঙ্গা করার নির্দেশনা আসবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন, আসন্ন জাতীয় সম্মেলন ও স্থানীয় সরকারের নির্বাচনের জন্য তৃণমূলকে প্রস্তুত করতে তৃণমূলে সফরের জন্য টিম গঠন হতে পারে। তৈরি হতে পারে তৃণমূল সফরের রোডম্যাপ। পাশাপাশি তৃণমূলে সাংগঠনিক কোন্দল নিরসন ও সহযোগী সংগঠনের সম্মেলনের বিষয়টিও আসতে পারে।

করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৩ অক্টোবর। ওই সভায় ৮১ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩২ সদস্য। প্রায় একবছর পর অনুষ্ঠেয় আগামীকালের সভায় দলের প্রায় অর্ধশত নেতা উপস্থিত থাকার কথা জানা গেছে।

এসইউজে/এমকেআর/জেআইএম