পৌর নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না সরকার
সরকার নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। কিন্তু পৌর নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে কি-না এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপি যদি নির্বাচনকে ভয় পেয়ে মাঠ থেকে সরে যায় তাহলে কিছু করার নেই। তবে গণতন্ত্রকে এগিয়ে নিতে তারা নির্বাচনের মাঠে থাকবে বলে আশা করছি।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজারে ৫৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন যে আচরণ বিধি প্রণয়ন করেছে তা মন্ত্রী-এমপি, প্রার্থী ও সকল রাজনৈতিক দলকে মেনে চলতে হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে তিনটি ফুট ওভারব্রিজ উদ্বোধনের কথা ছিল। কিন্তু দুইটি ফুট ওভারব্রিজ নির্বাচনী এলাকায় হওয়ায় ওই দুইটি ব্রিজ উদ্বোধন করতে যাইনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মহাসড়কের ১৯০ কিলোমিটারের মধ্যে ১৭৫ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্রথম লেয়ারের কাজ ডিসেম্বর মাসে শেষ হবে। মহাসড়কে যানজট নিরসন করা হয়েছে, এখন অবৈধ দখলদারদের রাস্তার পাশে থাকতে দেয়া হবে না। রাস্তা কারো দখলে রাখার অধিকার নেই, যে কোনো মূল্যে অবৈধ দখল থেকে রাস্তা উদ্ধার করা হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন চার লেনের প্রকল্প পরিচালক প্রকৌশলী আফতাব হোসেন খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এম এ সবুর, কুমিল্লা সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন প্রমুখ।
কামাল উদ্দিন/এআরএ/আরআইপি