ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

মুক্তিযুদ্ধের আদর্শ ভুলতে বসেছে জনগণ : রব

প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৫

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অপশাসনের কারণে জনগণ আজ মুক্তিযুদ্ধের আদর্শ ভুলতে বসেছে। দেশ পরিচালনায় জনগণের সম্মতি ও সমর্থনের প্রয়োজনীয়তা অস্বীকার করে চলছে।
 
মঙ্গলবার বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, জনগণের মিছিল-মিটিং বন্ধ করে উন্নত ভাবাদর্শ প্রচারের পথ বন্ধ করে দেয়া হয়েছে। সরকার জানে না জনগণের রাজনৈতিক অধিকার , গণতন্ত্র ও মানব সম্পদ উন্নয়ন ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। বরং তা হয় সংবিধান বিরোধী ও স্বৈরতান্ত্রিক কার্যক্রম।

তিনি আরও বলেন, এ অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু জাতীয় নির্বাচন এর মাধ্যমে একটি বৈধ ও গণতান্ত্রিক সরকার গঠন করা; পার্লামেন্টের উচ্চকক্ষ, প্রাদেশিক সরকার ব্যবস্থা উপ আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনসহ জেএসডি’র ১০দফা দাবি বাস্তবায়ন করা।
 
রব স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের শহীদদের জন্য একক দিবস পালনের জন্য সরকারের আনুষ্ঠানিক ঘোষণার দাবি জানান।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মো. সিরাজ মিয়া, আবদুল খালেক, মোশারফ হোসেন, আবদুর রাজ্জাক রাজা প্রমুখ।

এএম/এসকেডি/আরআইপি