ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবময় দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমাদের জাতীয় জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বতন্ত্র মহিমা ও মহত্বমীণ্ডিত মহোৎসবের দিন ছিলো ’৭১-এর ১৬ই ডিসেম্বর, যা আমাদের শ্রেষ্ঠতম গৌরবময় বিজয়ের দিন। বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায় এই মহান বিজয় দিবস। মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, পরাধীনতার শৃঙ্খল চূর্ণ-বিচূর্ণ করে অকুতভয় মুক্তিযোদ্ধারা ৯ মাসের সংগ্রামের পর অশ্রুমাখা ও রক্তে ভেজা এই শ্যামল বাংলাদেশের মাটিতে এক মহেন্দ্রক্ষণের জন্ম দিয়ে আমাদের কাঙ্খিত বিজয় এনে দিয়েছেন।

তিনি বলেন, দেশ মাতৃকার শৃঙ্খল ছিন্ন করতে যারা হাসি মুখে প্রাণোৎসর্গ করেছেন, যারা হায়না-হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন তাদের জন্য বুকের গভীরের অন্তঃহীন বেদনা, শক্রকে পরাস্ত করার গৌরব এবং দেশ স্বাধীন করার অখণ্ড আনন্দ এই ত্রিধারার মহামিলন ঘটায় মহান বিজয় দিবসে।

এইচ.এম.এরশাদ বলেন, এই মহান দিবসে আমাদের অঙ্গীকার হোক বিজয়ের সেই গৌরবদীপ্ত সাহস, শক্তি ও চেতনা নিয়ে আমরা এগিয়ে যাবো সামনের দিকে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে।

এএম/এসকেডি/আরআইপি