ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

পদ্মাসেতুর মূল কাজ উদ্বোধনে আনন্দ র‌্যালি

প্রকাশিত: ০২:৩১ পিএম, ১২ ডিসেম্বর ২০১৫

মাওয়া-জাজিরায় পদ্মাসেতুর মূল কাজ উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে এ আনন্দ সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে আনন্দ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়।

সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডিন ড. আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

সতীশ চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া আন্তর্জাতিক ষড়যন্ত্র করেও পদ্মাসেতুর পরিকল্পনা বন্ধ করতে পারেনি। তিনি দেশের মঙ্গল চান না। খালেদা জিয়া বাঙালি জাতি এবং দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু উদ্বোধনের মধ্য দিয়ে প্রমাণ করেছেন দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন।

এসময় সতীশ চন্ত্র রায় মুক্তিযুদ্ধের চেতনায় সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়ার সকল ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান।

একে