ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

কঠিনভাবে নিরপেক্ষ থাকার সময় এসেছে

প্রকাশিত: ১১:৫৬ এএম, ১২ ডিসেম্বর ২০১৫

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য তাদের (কমিশন) কঠিনভাবে নিরপেক্ষ থাকার সময় এসেছে। তিনি বলেন, ছোট-মাঝারি মন্ত্রীরা নির্বাচনী আচরণবিধি না মানলে আইনের বাস্তবায়ন ইসিকেই করতে হবে। রিটার্নিং অফিসারের কাছে পাঠাবেন কেন?

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শনিবার বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দেশের গণতান্ত্রিক আচরণে যে জট লেগেছে, তা খুলতে সাহায্য করবে পৌর নির্বাচন।’

তিনি বলেন, ‘এটা এমন একটা নির্বাচন সেখানে আগে গেলেও বিপদ, পিছে গেলেও বিপদ। নির্বাচনে হারলে বিএনপি বলবে সরকারের কোনো জনপ্রিয়তা নেই, তাই জাতীয় নির্বাচন দিন। আবার জিতলে বলবে সরকার কারচুপি করেছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ‘নির্বাচনে আপনাকে থাকতে হবে। আপনারা নির্বাচন থেকে শুরু করে ভোটগ্রহণ, গণনা ও গেজেট প্রকাশ পর্যন্ত থাকবেন। নির্বাচন কেমন হয়েছে সে ব্যাপারে গেজেট প্রকাশের পর কথা বলবেন। সরকার এ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকায় থাকবে।’

সভায় আরো উপস্থিত ছিলেন; ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

এএসএস/এসএইচএস/আরআইপি