ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

খালেদাকে পঙ্কজের ধন্যবাদ

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১০ ডিসেম্বর ২০১৫

কূটনৈতিক হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় খালেদা জিয়ার গুলশানের বাসায় শুরু হওয়া ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠক থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান পঙ্কজের ধন্যবাদ জানানোর এ তথ্য সাংবাদিকদের জানান।

এর আগে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ বাসা থেকে বের হলে অপেক্ষমাণ সাংবাদিকরা তার কাছে বৈঠকের বিষয় জানতে চান। এসময় তিনি বলেন, ‘ফেয়ারওয়েল কল অন’।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির এই কূটনৈতিক নেতা বলেন, ‘জানি তোমরা আমাকে পছন্দ করো না। আমিও একসময় হাইকমিশনার ছিলাম, অ্যাম্বাসেডর ছিলাম। তোমরা জানো না’ এ কথা বলেই চলে যান তিনি।

এ আগে ক্ষুব্ধ কণ্ঠে সাবিহ উদ্দিন আহমেদ বলেন, সাংবাদিকদের জন্যই আজ দেশের এই অবস্থা। দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

এমএম/একে/আরআইপি