ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

৭ নভেম্বর অবিশ্বাসীরা গণতন্ত্রের শত্রু : গয়েশ্বর

প্রকাশিত: ১১:০৩ এএম, ১৪ নভেম্বর ২০১৪

৭ নভেম্বরের চেতনাকে যারা বিশ্বাস করে না তাদেরকে গণতন্ত্রের শত্রু এবং দেশদ্রোহী বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠায় ৭ নভেম্বরের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৭ নভেম্বরের মতো একটি মহান দিবসকে যারা পালন করতে দিচ্ছে না তারা গণতন্ত্রে বিশ্বাসী নয়। মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হওয়ার পর `৭৫ সালের ২৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বিনষ্ট হয়। ৭ নভেম্বর নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, এখন রাষ্ট্রে একটি দখলদার সরকার বিরাজ করছে। রাষ্ট্র আছে কিন্তু গণতন্ত্র নেই।

গয়েশ্বর বলেন, জিয়াউর রহমান ক্যু-করে ক্ষমতায় আসেননি। বরং খন্দকার মোশতাক এই পন্থায় ক্ষমতায় এসেছিলেন যা আওয়ামী লীগেরই একটি অংশ।

সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাবির সাবেক ভিসি এমাজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবীর খোকন বক্তব্য রাখেন।