ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

গুলিবিদ্ধ তিন নেতাকে আর্থিক সহায়তা দিলেন খালেদা

প্রকাশিত: ০৩:৪০ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৫

জাতীয়তাবাদী ছাত্রদলের তিন গুলিবিদ্ধ নেতাকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের এসব নেতাদের অনুদান দেন তিনি।

অনুদানপ্রাপ্ত ছাত্রদলের নেতারা হলেন; ফেনী জেলা সোনাগাজীর ছাত্রদলের সদস্য জামশেদ আলম, বগুড়া জেলা সোনাতলী থানার ছাত্রদলের আরেক সদস্য শিহাব উদ্দিন সেলিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা নয়ন বাছার।

তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নয়ন বাছার চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ভিকটোরিয়া পার্কের সামনে পিকেটিংয়ের সময় ডান পায়ে গুরুত্বরভাবে আঘাত প্রাপ্ত হন। বর্তমান কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করছেন। তার বাড়ি বাগেরহাট জেলায়।

এদিকে ২০১৫ সালের ২ জানুয়ারিতে ফেনী শহরে পিকেটিংয়ের সময় জামশেদ আলমের ডান পা পঙ্গু হয়ে যায়। এছাড়া ২০১৩ সালে ২৬ নভেম্বর পুলিশের গুলিতে বাম পা হারান বগুড়া জেলা সোনাতলী থানার ছাত্রদলের আরেক সদস্য শিহাব উদ্দিন সেলিম।

বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, আফরোজা আব্বাসসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-সভাপতি নাজমুল হাসান, দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারিসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএম/এসকেডি/আরআইপি