ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

১১ জেলার সিভিল সার্জনকে বিএনপির স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৯ পিএম, ২৭ জুন ২০২১

দেশের বিভিন্ন জেলায় করোনা পরিস্থিতির অবনতিতে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সঙ্কটের প্রেক্ষাপটে বিএনপির পক্ষ থেকে ১১ জেলার সিভিল সার্জনদের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।

জেলাগুলো হলো- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নাটোর, খুলনা, সাতক্ষীরা, ঝিনাইদহ ও নড়াইল।

স্মারকলিপিতে বলা হয়, ‘জেলাগুলোতে সরকারের ব্যর্থতায়’ অতিমাত্রায় করোনা সংক্রমণে গভীর উদ্বেগ প্রকাশ করে তা রোধে এবং সংক্রমিত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সবাইকে টিকা প্রদান, বিনামূল্যে অধিকহারে করোনা পরীক্ষা, পৃথক করোনা হাসপাতাল স্থাপন ও শয্যা সংখ্যা বৃদ্ধি, সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা, অসুস্থ, বৃদ্ধ ও চলাচলে অক্ষম রোগীদের বাড়ি গিয়ে সরকারি খরচে করোনা পরীক্ষার দাবি জানানো হয়।

এছাড়া পর্যাপ্ত অক্সিজেন, আইসিইউ বেড, ভেন্টিলেটর, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, বিনামূল্যে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স সার্ভিস, অধিকহারে সংক্রমিত জেলাগুলোতে প্রয়োজনীয় সুচিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং অন্যান্য রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে পৃথক ব্যবস্থারও দাবি জানানো হয়।

কেএইচ/এমআরআর/এমএস