১৩ ডিসেম্বরের মধ্যেই বিদ্রোহীরা সরে দাঁড়াবেন
আসন্ন পৌরসভা নির্বাচনে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যেই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
হানিফ বলেন, বিএনপি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করছে। এই নির্বাচন কমিশনের অধিনে ৫ সিটি করপোরেশন নির্বাচন করে তারা (বিএনপি) জয় লাভ করেছিলো। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ করেছে। এখন আবার এই নির্বাচন কমিশনের বিরোধিতা করছে। তাহলে কি বিএনপি আজিজ মার্কা নির্বাচন কমিশন চায়?
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তৎকালীন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর ঢাকা-১০ আসনের নির্বাচন জনগণ দেখেছে। কি নির্বাচন তারা করেছিলো? আজিজ মার্কা নির্বাচন বাংলাদেশে আর কোন কমিশন করেছে কি না সন্দেহ আছে। তাদেরকে (আজিজ) মানসিক বিকারগ্রস্ত বলে মানুষের ধারণা ছিল। বিএনপির পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন।
আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ৭১টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। ইতোমধ্যেই ৪/৫টি পৌরসভায় বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আশা করছি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বরের মধ্যে বাকি সবাই প্রত্যাহার করে নেবেন।
তিনি বলেন, জাতি চায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের বিচার হোক। নির্বাচনের দোহাই দিয়ে সন্ত্রাসীদের পার পাওয়ার সুযোগ নেই। আমরা আশা করি, বিএনপির মধ্যে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে সরকারকে সহযোগিতা করবেন। সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না বলে আমরা আশা করবো।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, দলটির অপর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।
এএসএস/এসএইচএস/আরআইপি