ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দেশকে অকার্যকর করতে চায় পাকিস্তান : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৫ ডিসেম্বর ২০১৫

পাকিস্তানিরা কৌশলে বাংলাদেশে প্রবেশ করে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। শনিবার দুপুরে সাভারের ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত ভবনের উদ্বোধন শেষে  তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে অবৈধ ও বৈধভাবে যেসব পাকিস্তানি প্রবেশ করেছে তারা সবাই জঙ্গি তৎপরতার পিছনে জড়িত।  আইন-শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আরো বাকী যারা রয়েছে তাদেরকেও খুজে রেব করতে হবে।

মানবতাবিরোধীদের বিচারের ব্যাপারে পাকিস্তানের বক্তব্য উস্কানিমূলক উল্লেখ করে মন্ত্রী বলেন, পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যা চালিয়েছে সেটি এখন অস্বীকার করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বর্বরতার সাক্ষী। তাদের অপকর্ম প্রমাণ করার জন্য কোন বই পুস্তক বা দলিলের দরকার নেই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
 
আল-মামুন/জেডএইচ/এমএস