ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দলের বিরুদ্ধে গেলে কঠিন ব্যবস্থা : হানিফ

প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন,  আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রধানের স্বাক্ষর করা মনোনয়নপত্র দিয়ে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলের সিদ্ধান্ত ভঙ্গ করে কেউ নির্বাচনে অংশ নিলে গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।
 
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসন্ন পৌরসভা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে বিএনপির করা অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন, বিএনপির এই ধরণের অভিযোগের কোনো ভিত্তি নেই। বিএনপি বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা (বিএনপি) বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়েছে। তারা সব সময়ই নির্বাচনের আগে এ ধরণের অভিযোগ করে। পরে আবার অভিযোগ থেকে সরে দাঁড়ায়।

তিনি বলেন, দুই একটি জায়গায় কৌশলগত কারণে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। নির্বাচনে প্রার্থীতা দিতে সময় কম পাওয়ায় ভুল-ত্রুটি এড়াতে এই ব্যবস্থা। মনোনয়ন প্রত্যাহারের পর কোনো পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী থাকবে না।
 
হানিফ বলেন, আমরা মনে করি আমাদের দীর্ঘদিনের এ সকল পরীক্ষিত নেতাকর্মীরা কেউ চাইবেন না দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হোন। তাই এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

এএসএস/এসকেডি/পিআর