ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি ছাত্র মৈত্রীর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২৭ পিএম, ২৯ মে ২০২১

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র মৈত্রী।

আজ শনিবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তারা।

আসন্ন বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতসহ নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা মহামারির কারণে এক বছরের বেশি সময় ধরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এখন শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা কারিকুলাম ভুলে যেতে বসেছে। শিক্ষার্থীরা তাদের বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারছে না। এতে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, করোনায় স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে গেছে। অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন। আসন্ন বাজেটে সরকারকে এসব খাতে বরাদ্দ বাড়াতে হবে।

এমএমএ/এএএইচ/জিকেএস