ভিডিও EN
  1. Home/
  2. রাজনীতি

বিভাজনের ফাঁদে পা দিয়েছেন অনেকে : আশরাফ

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০১ ডিসেম্বর ২০১৫

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ইচ্ছাকৃতভাবে জাতিকে বিভাজন করা হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, অনেকে এ ফাঁদে পাও দিয়েছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১ ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

সৈয়দ আশরাফ বলেন, ক্ষমতায় যেতে পারলে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধীদের বিচার করবে এটা অঙ্গীকার ছিল। অঙ্গীকার অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজও করেছেন।

তিনি বলেন, অপরাধীদের বিচার কার্যকর করার মাধ্যমে নির্যাতিত শহীদ পরিবারের সদস্যদের আত্মা কিছুটা হলেও শান্তি পেয়েছে।

পাকিস্তানের চেয়ে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে রয়েছে উল্লেখ করে জন প্রশাসন মন্ত্রী বলেন, পাকিস্তান যেটা পারেনি সেটা আমরা করে দেখিয়েছি। তুলণামূলকভাবে তাদের চেয়ে আমরা অনেক এগিয়ে রয়েছি।

দেশকে এগিয়ে নিয়ে ও আরো সমৃদ্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আরো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

১ ডিসেম্বর সরকার কর্তৃক মুক্তিযোদ্ধ দিবস হিসেবে ঘোষণা করতে মুক্তিযোদ্ধারা যে দাবি উত্থাপন করেছেন সে বিষয়ে সৈয়দ আশরাফ বলেন, মুক্তিযোদ্ধদের এ দাবি বাস্তবায়ন করতে এক পয়সাও খরচ হবে না। এ বিয়ষে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো।

আয়োজন সংগঠনের সভাপতি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, নৌ পরিবহনমন্ত্রী মো. শাহজাহান খান, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক প্রমুখ।

এমএম/এসকেডি/আরআইপি